এ্যাঁই মেয়ে, শোন মেয়ে!
তুমি কি এসেছিলে আমার স্বপ্নে?
দিয়েছিলে কি মৃদু টোকা ,
মনের দরজায়?
একেবারে অবিকল
সেই মুখ, সেই চোখ, সেই হাসি!
এতটা মিল কি করে হয়!
যাকে দেখেছি আমি গতরাতে।
বলো না মেয়ে,
তুমি কি এসেছিলে আমার স্বপ্নে?
5 thoughts on “স্বপ্নের রাজকন্যা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
টাফ্ রোম্যান্টিক কবিতা। স্বপ্ন সফল হোক। অভিনন্দন কবি ইসিয়াক। সুন্দর প্রচ্ছদ।
অনেক ধন্যবাদ রইলো প্রিয় মুরুব্বী।
বাহ! ভালো লাগলো।
স্বপ্নময় কবিতা।
শুভসন্ধ্যা