একটু নিজের মতো করে ভালোবাসবো বলে,
তোমায় ডেকেছিলাম এই বসন্তদিনে।
মধুরতম কোকিলের কুহু কুহু ডাক,
ঝরাপাতাদের গান,
রোদ বাতাসের খেলা।
এই বিমোহিত ক্ষণে, তুমি এলে।
তবে শঙ্কিত পায়ে।
কেন এত দ্বিধা?
কিসের এত ভয়?
এত স্বতঃফুর্ত তুমি
এমন কুণ্ঠিত হলে কেমনে?
তোমার মুখ আমার চোখ চাইতেই,
আমি শোকাহত হলাম এক নিমেষে!
একি!
তোমার চোখে মুখে অন্যের সোহাগের চিহ্ণ!
তুমি কবে কবে পরস্ত্রী হয়ে গেলে প্রিয়তমা।
কবিতায় এক বুক সমবেদনা রইলো কবি ইসিয়াক। তারপরও জীবন হোক আনন্দের।
মনোমুগ্ধকর ভাবনা
অনবদ্য প্রকাশ
ধন্যবাদ