করোনা, করোনা, ধরলে কিন্তু ছাড়বে না

বাঙালি বড় আজব জাতি,
সবটাতে তার বড্ড মাতামাতি।
এজন্যে তাদের হুজুগে বলে,
নিত্য আবেগে সদা ভেসে চলে।

হঠাৎ আজব এক রোগ এলো,
চিকিৎসাহীন রোগে মৃত্যু হলো।
ভয়ে সবাই আতঙ্কিত হয়,
উপায় খোঁজে, বাঁচার উপায়।

শুধু বাঙালির কোন ভয় নাই,
ঈশ্বর ভরসায় স্বান্তনা খুঁজে পায়।
ঝড়ে বক মরে, ফকিরে লাফায়,
দোয়া তাবিজে নাকি করোনা পালায়!

করোনা নাকি খুব জাত চেনে,
মুসলিমদের নাকি সে গুরু মানে।
মুর্খ লোকেদের অলীক ভরসা,
কোথায় পায় এত সাহস সহসা!

দলে দলে লোক ওয়াজ শুনতে যায়,
বাড়িতে বাড়িতে ডিজে পার্টি দেয়।
বিয়েবাড়িতে চলে দারুন হৈচৈ মজা,
একই আচরণে চলে রাজা সহ প্রজা।

মন্ত্রী মশাইগণ বেজায় সাহসী,
চিন্তা নাই কোন সদা হাসিখুশি।
চলছে ইশকুল, কলেজ পুরোদমে,
পড়তেই হবে ,টানলেও যমে!

কোন কিছুতেই নেই কোন মানা,
দেশটা যে বড্ড দলকানা।
হবে না তাদের ই কোন ক্ষতি,
ইমানদার হলে তবে মুক্তি।

হায় করোনা হায় করোনা,
ধরলে তো কাউরে ছাড়েনা।
এটুকু বোধ কবে হবে?
হাজার মৃত্যুর দামে যখন মূল্য দেবে?

3 thoughts on “করোনা, করোনা, ধরলে কিন্তু ছাড়বে না

  1. এই মুহূর্তে প্রবাসীরা অত্যন্ত জরুরী কাজকর্ম ছাড়া দেশে না যাওয়াই উত্তম। প্রবাসীরা নবাবজাদা কারণ তারা বিদেশ হতে দেশে টাকা পাঠায়। মন্ত্রীর মত লোকেরা দেশ হতে বিদেশে টাকা পাচার করে। জনগণের সম্পদ ও ভোট চুরি করে বড় বড় কথা বলে। যে ইটালি প্রবাসী পুরা মাতৃভূমিকে গালি দিয়েছে সে চোখে কালো চশমা পরা পাপিয়া ,সাদিয়া ,ডি সি  ,জিকে শামিম পর্যায়র লোক। দেশের আয়ের দুইটা বড় খাত হলো প্রবাসীদের আয় আর পোশাক খাত। আশকোনায় যেভাবে প্রবাসীদের গণ বিছানা করে ক্যাম্পে রাখে এমন করে ,কোন নেতার ঘরের চাকরও  থাকে না । এখন প্রবাসীদের উচিত দেশের সম্পদ পাচারকারীদের বিদেশে কুত্তার মত আচারন করা। আর টাকা পাঠানো বন্ধ করা। তারপর দেখা যাবে রাষ্ট্রীয় সম্পদ পাচারকারী বড় বড় চোর হাতে কোটি টাকার ঘড়ি কি করে পরে। 

  2. ছন্দে ছন্দে আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করছি কবি মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভালো থাকুন,সুস্থ থাকুন ভাইয়া।
      আপনজন নিয়ে সাবধানে থাকুন।
      দোয়া রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।