তোমার চোখে যত অভিমান
ধুয়ে দিয়ে যাক বৃষ্টি।
কান্না গুলো ধুয়ে মুছে যাক
ভালোবাসা হোক সৃষ্টি।
চিত্ত চায় তোমার উপর
বৃষ্টি হয়ে ঝরতে।
বারেবারে তোমার প্রেমে
প্রণয়ী হয়ে মরতে।
রাত বিরেতে ইচ্ছে করে
তোমাকে ভেজাই।
তোমার প্রেমে ভালোবাসার
বৃষ্টি হয়ে যাই।
প্রিয় তুমি হও তবে
আষাঢ়ের কদম ফুল।
জল জোছনায় ঝরে ঝরে
শুধরে দেবো ভুল।
নিরন্তর শুভেচ্ছা কবি গল্পকার মি. ইসিয়াক।
মুগ্ধতা রইলো কবিতায়