হাটে যাবো হাটে যাবো
বড্ড মজা হবে।
সন্দেশ আর রাবড়ি খাবো
দুটো টাকা দেবে?
দাওনা মাগো এক আধুলি
ছোলা সিঙ্গাড়া খাবো।
খানিক খেয়ে বাকিটুকু
তোমায় না হয় দেবো।
শহর ময়রার গজা খেয়েছো?
বেশ কুড়মুড়ে খেতে।
ঘোষ বাড়ির আমও খাবো
হাটের পথে যেতে।
দিনুর সাথে ভাব জমালে
লাভের উপর লাভ।
ছানার জিলিপি দেবে খেতে
দয়ালু স্বভাব।
কিষাণ আমার বন্ধু জানো
খাওয়ায় ঝালমুড়ি।
আমিও তাকে সাহায্য করি
বেচতে তরকারি।
হাট মানে তো দারুণ ব্যস্ততা
বেজায় কোলাহল।
আমারও নানান কাজে
বাড়ে চলাচল।
মল্লিকাদি চাইগো কিছু?
লাগলে বলতে পারো।
রেশমিচূড়ি,আলতা ও টিপ
কত কিছু আরো।
চুড়ি খাড়ু সাজ বাহারি
বসেছে লেইস ফিতা।
অত কি আর চিনি আমি?
ভাবলে ধরে মাথা।
যেতে যেতে হাটের পথে
ধরবো ফড়িং কয়েক।
লাগবে কি তোর ছোটকা বলনা?
তিন অথবা দুয়েক।
বাবার সাথে সাঁঝবেলাতে
ফিরবো যখন ঘরে।
ক্লান্ত হয়ে ঘুম নামবে
আমার দুচোখ জুড়ে।
চমৎকার লিখেছেন শ্রদ্ধেয়
শুভেচ্ছা জানবেন
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাই। শুভকামনা।
লিখাটি পড়ার পর মনে হলো লিখাটি স্মৃতি কাতর করার মতো হয়েছে। অভিনন্দন কবি।
পুরনো অনেক কথা মনে করিয়ে দিলেন কবি………
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।