নবান্ন

যতদূর এই বাংলার মাঠে চোখ যায়, দেখি সোনার ফসল,
জেগে আছে দিন রাত মাটির বুকে, সহজ শিশুর মতো।
সবুজ পাতা তার হয়েছে হলুদ, নুয়ে গেছে শীষ পাকা ধানের ভারে,
একলা ফড়িং যেন পেয়েছে খুঁজে তার সাথী, এইসব ফসলের নিমন্ত্রণে।
নতুন গন্ধ আজ এসেছে গ্রাম জুড়ে পথে পথে পাড়ায় পাড়ায়,
কৃষকের দরদী গলার গান, ছড়ায়েছে যেন এই বাংলার হাওয়ার ভিতর।
.

ছবিঃ বাড়ীর পিছনে, আমারই তোলা,
সময়ঃ বিকেল ৪:১০, ১৯/১১/২০১৬
০১/০৫/২০২০

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

6 thoughts on “নবান্ন

    1. ধন্যবাদ ও ভালোবাসা নিবেন……. http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  1. কবিতা পাঠে বিমোহিত

    শুভেচ্ছা জানবেন  

    1. ধন্যবাদ ও ভালোবাসা নিবেন……. http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif​​​​​​​

  2. 'একলা ফড়িং যেন পেয়েছে খুঁজে তার সাথী, এইসব ফসলের নিমন্ত্রণে।' দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ ও ভালোবাসা নিবেন……. http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif​​​​​​​

মন্তব্য প্রধান বন্ধ আছে।