আমি চাইছিলাম কবিতা আসুক আজ
ইলিশ গুটি বৃষ্টির মত নির্ঝর নরম পায়ে
চাইছিলাম দুর্মর আবেগে মিসমিস বুকে
শব্দের মিষ্টি ধারা নামুক পরম মধুর লয়ে।
আমি চাইছিলাম অবনীতা ভিজুক আজ
শীতল জলের স্নিগ্ধা হয়ে কম্পন ধরুক গায়ে
নরম পঙ্কজলের প্রলেপ মেখে জাগাতাম উষ্ণতা
মমতার শঙ্খ চুম্বনে ভরে দিতাম অন্তরাত্মা।
আমি চাইছিলাম দ্বিপ্রহরেই নামুক অন্ধকার
গোলক ধাঁধাঁর ধুম্রজালে আকাশে ভাসুক ঘনঘটা
স্মিত হাসির প্রহেলিকায় ভুলিয়ে রাখতাম গুপ্ত সুখে
প্রেয়সীর তপ্ত ঠোঁটে এঁটে রাখতাম সমস্ত কবিতা।
আমি চাইছিলাম আগুন লাগুক মহুয়ায় বনে
চঞ্চল চিত্তে মাদল বাজুক কবিতার চরণে
চাইছিলাম ফসলের মাঠে আসুক বুলবুলির ঝাঁক
যৌবনের অনলে পুড়ুক মনোজ্বালা
মিটে যাক প্রিয়তমা রমণীর সাথে সমস্ত ফারাক!
সুনির্মাণে সমুজ্জ্বল লেখা ,
নির্মল আনন্দ নিয়ে গেলাম।
এই উপহারের জন্য অনেক ধন্যবাদ।
নরম পঙ্কজলের প্রলেপ মেখে জাগাতাম উষ্ণতা
মমতার শঙ্খ চুম্বনে ভরে দিতাম অন্তরাত্মা।
অসামান্য রোম্যান্টিক কবিতা প্রিয় স্যার দাউদুল ইসলাম।