আমি চাইছিলাম কবিতা আসুক আজ

আমি চাইছিলাম কবিতা আসুক আজ
ইলিশ গুটি বৃষ্টির মত নির্ঝর নরম পায়ে
চাইছিলাম দুর্মর আবেগে মিসমিস বুকে
শব্দের মিষ্টি ধারা নামুক পরম মধুর লয়ে।

আমি চাইছিলাম অবনীতা ভিজুক আজ
শীতল জলের স্নিগ্ধা হয়ে কম্পন ধরুক গায়ে
নরম পঙ্কজলের প্রলেপ মেখে জাগাতাম উষ্ণতা
মমতার শঙ্খ চুম্বনে ভরে দিতাম অন্তরাত্মা।

আমি চাইছিলাম দ্বিপ্রহরেই নামুক অন্ধকার
গোলক ধাঁধাঁর ধুম্রজালে আকাশে ভাসুক ঘনঘটা
স্মিত হাসির প্রহেলিকায় ভুলিয়ে রাখতাম গুপ্ত সুখে
প্রেয়সীর তপ্ত ঠোঁটে এঁটে রাখতাম সমস্ত কবিতা।

আমি চাইছিলাম আগুন লাগুক মহুয়ায় বনে
চঞ্চল চিত্তে মাদল বাজুক কবিতার চরণে
চাইছিলাম ফসলের মাঠে আসুক বুলবুলির ঝাঁক
যৌবনের অনলে পুড়ুক মনোজ্বালা
মিটে যাক প্রিয়তমা রমণীর সাথে সমস্ত ফারাক!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “আমি চাইছিলাম কবিতা আসুক আজ

  1. নির্মল আনন্দ নিয়ে গেলাম। 

     

    এই উপহারের জন্য অনেক ধন্যবাদ।     

  2. নরম পঙ্কজলের প্রলেপ মেখে জাগাতাম উষ্ণতা
    মমতার শঙ্খ চুম্বনে ভরে দিতাম অন্তরাত্মা।

    অসামান্য রোম্যান্টিক কবিতা প্রিয় স্যার দাউদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।