আমি জলকে বলছিলাম –
‘জানিস মাত্র তিনটা শব্দ বলার জন্য
আমার মৃত্যু দন্ড হয়েছিল ‘।
.
মাটি তখন আড়ি পেতে শুনছিল,
আমাদের কথোপকথন।
.
অবাধ্য মাটি চুপ করে থাকতে না পেরে
এক সময় ফস করে বলে ফেলল –
শব্দ তিনটা কী ছিল?
চরম বিরক্ত আমি মাটিকে,
ধমকাতে গিয়েও থমকে গেলাম।
কিছুক্ষণ চুপ করে থেকে,
মাটি আর জলকে শুধু বললাম —
শব্দ তিনটি মিথ্যে ছিল না।
5 thoughts on “শব্দ তিনটা মিথ্যে ছিল না”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। স্বাগতম কবি রোমেল আজিজ।
সতত ব্যস্ততার মধ্যেও আশা করবো ভালো ছিলেন। শব্দনীড়ের পাশে থাকুন কবি।
বাহ্, অনেক সুন্দর হয়েছে কবিতা। নমস্কার প্রিয় কবি দা।
বাহ্ চমৎকার ! শুভ কামনা।
বেশ ভাবনাময়
নিখুঁত শব্দের গাঁথুনিতে মনমাতানো কবিতা। শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।