জেদ

trinitri_alive_1373875801_1-8812103068_82f0a03e88_z

রঙবিরল রাস্তার মোড় ছিল বেশ-
সেইদিন জেদ ধরেছিলাম ফুলের গন্ধ নিবো বলে
তা আর হয়ে উঠল না-
এতোটাই ধূলিবালি ছিল বুঝাছিল না ।

সত্যই বড়ই গাছ হেঁটেই আসল!
তারপর ঢিল ছুড়লাম বড়ই পরল না।
প্রশ্নমালা কিছু বর্ণ রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া
ছড়িয়ে দিলো অথচ প্রণয় হলো না।

অবশেষে আকাশ মেঘলা বাদল
ডুবে গেলো খালবিল- এমন কি নদে ভরা জল
অতঃপর বিবর্ণ তারার পাশে জ্বলছে কিছু জেদ-
তা আর দেখা হলো না।

১৭ মাঘ ১৪২৬, ৩১ জানুয়ারি ২১
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “জেদ

  1. সব ভুলে আরও ভালো থাকুন এই প্রত্যাশা রাখি প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অবাক করা লেখনশৈলী। পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।