পদধূলি

hta-chhobi

হাজার বছর পথ চলা কি? ভাবে শেষ হলো
পাখির কলরব জানলো না- বুঝল না মায়াময়!
অথচ পদধূলি ঘ্রাণটা এখন আকাশ মুক্ত!
ধোঁয়াটা ঘরবন্দী দক্ষিণা জালানাটাও মাটময়;

তবুও সাদা মেঘ শুধু আকাশ জুড়ে ঘনঘটা,
হৃদয়ের বাঁকে ছবিটা রঙিন যেন সোনালি মাঠ।

যে দিকে দৃষ্টি পাত সমুদ্র জল কিনারা শূন্য
প্রণয়ে ব্যথার তরী চলছে- না ফেরার দেশে
অতঃপর বিবেকের এতটুকু নাড়া দিলো না
যেখানে আছে পদধূলি- সেখানেই থাক।

২৩ মাঘ ১৪২৬, ০৬ ফেব্রুয়ারি ২১
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “পদধূলি

  1. সমুদ্র জলে প্রণয়ের তরী চলছে- না ফেরার দেশে
    অতঃপর বিবেকের এতটুকু নাড়া দিলো না
    যেখানে আছে পদধূলি- সেখানেই থাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।