নিজেকে ভস্ম করার আগে
আত্মাকে দিও ছুটি
আত্মায় যে আছে তার যেনো না লাগে আঁচ।
যে হারিয়ে যাবে
তাকে হারাতে দাও
তার পালকে লেগে আছে পিছুটানের অভিশাপ।
গোপন ষড়যন্ত্রের মত
নিজের ভেতর গড়ে উঠছে যে প্রাচীর
তার ইটে ইটে এইমাত্র লিখে এলাম-
প্রজাপতি পাখার কারুকাজ বস্তুত ক্যামোফ্লাজ।
#অকবিতা
অসাধারণ লিখেছেন ।
অকবিতাকেই আপনি কবিতা তৈরী করে ফেলতে পারেন স্যার। অভিনন্দন রইলো।
অসাধরণ!
শুভকামনা থাকলো শ্রদ্বেয় কবি।
দারুন।
অনেক ভালো লাগলো।