আমি তোর কে?

21683

আমি তোর কি হলাম,
বন্ধু না মানুষ
বন্ধু হলে বুক দিস্‌নি ক্যান?
সুখ দিস্‌নি ক্যান?
দুঃখ দিস্‌নি ক্যান?
মানুষ হলে আজো কেন আমার হলোনা হুঁশ
কেন আজো ভরে থাকে দীর্ঘশ্বাসে ফুসফুস
কেন রাতের মধ্য প্রহর ঘাত আঘাতের শঙ্কা লাগে
কেন আজো তনু মনে শীতের প্রকোপে কম্পন জাগে?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “আমি তোর কে?

  1. কেন আজো তনু মনে শীতের প্রকোপে কম্পন জাগে? … দারুণ প্রিয় কবি স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. “মানুষ হলে আজো কেন আমার হলোনা হুঁশ”

    চমৎকার ভাবনা!

মন্তব্য প্রধান বন্ধ আছে।