আমি তোর কি হলাম,
বন্ধু না মানুষ
বন্ধু হলে বুক দিস্নি ক্যান?
সুখ দিস্নি ক্যান?
দুঃখ দিস্নি ক্যান?
মানুষ হলে আজো কেন আমার হলোনা হুঁশ
কেন আজো ভরে থাকে দীর্ঘশ্বাসে ফুসফুস
কেন রাতের মধ্য প্রহর ঘাত আঘাতের শঙ্কা লাগে
কেন আজো তনু মনে শীতের প্রকোপে কম্পন জাগে?
3 thoughts on “আমি তোর কে?”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কেন আজো তনু মনে শীতের প্রকোপে কম্পন জাগে? … দারুণ প্রিয় কবি স্যার।
“মানুষ হলে আজো কেন আমার হলোনা হুঁশ”
চমৎকার ভাবনা!
অতি চমৎকার একটা লেখা ,