এত অবহেলা আমি আর সইতে পারিনা প্রিয়,
সইতে পারিনা এত বেশি উপেক্ষা আর।
এত বেশি ঝাঁঝালো দুপুরের রোদ,
নিতে পারিনা আমি আর চোখে সয়ে।
ম্লান হয়ে আসে সকল অনুভূতি শিরায় শিরায়,
সংকুচিত হয়ে যায় সকল আবেগ অন্তর আত্মায়।
ধীরে চারপাশ ঘিরে ধরে গভীর ঘন অন্ধকার,
কুড়েকুড়ে খায় ছাড়পোকা সবটা শরীর।
এত বেশি ক্রন্দনে ক্রমশ নেমে আসে ক্লান্তি ভীষণ,
আদিগন্ত ভরে যায় নরকের অভিশপ্ত হাওয়ায়।
রক্তের দেহে এত বেশি যন্ত্রণা সইতে পারিনা আর,
মেনে নিতে পারিনা ভালোবাসার বিপরীতে এত অবহেলা তোমার।
.
২৭/০৯/২০২১
6 thoughts on “সইতে পারিনা আর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সত্যিই ভালোবাসার মানুষের অবহেলা সহ্য হয় না। সুন্দর কবিতা
ঠিক বলেছেন কবি…
রক্তের দেহে এত বেশি যন্ত্রণা সইতে পারিনা আর,
মেনে নিতে পারিনা ভালোবাসার বিপরীতে এত অবহেলা তোমার।
___ কবিতার বক্তব্যের সাথে প্রচ্ছদ চিত্র দারুণ মানিয়েছে। ভালো থাকুন কবি।
ধন্যবাদ মুরুব্বী কাকা…
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
ধন্যবাদ…