বোবা আয়না

11235896688690

এমন আহত দু’চোখ দেখতো
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ প্রকাশ করি
কোন কবিতার ভাষায় কিংবা
রাগান্বিত শিমুল পলাশের রক্ত ঝরা ভাষায়
কেমন করে দেখো বন জঙ্গল
প্রণয় দেখো কই! অন্ত গভীরে নীল বেদনা
এমন করে রাখলে বোবা আয়না।

আবৃত্তির লিংঃ https://youtu.be/G6lc2Gc568M

০৩ পৌষ ১৪২৮, ১৮ ডিসেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “বোবা আয়না

  1. আবৃতির লিংক যোগ করে দেয়ায় দুটো সুবিধাই পেলাম।

    পড়া হলো প্লাস শোনা হলো। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা কবিতা পাঠ করবো
      প্রেরণা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

    1. জি কবি মহী দা মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।