.. এভাবেই
অনন্তকাল পর উচ্চারিত হলো বধির গুঞ্জন, আর
প্রাগৈতিহাসিক কবিতা
ক্রমে ক্রমে জন্মনেয় যে সব বোধের অভিধান,
ধূসর পাণ্ডুলিপি… ছোঁয়ার আবেদন!..
বিস্তীর্ণ শস্যক্ষেত
কুয়াশার ঘোমটায় জড়োসড়ো অন্তিম গোধূলি
যেনো সদ্য রজঃস্বলার মতো গুটিসুটি লাজুকলতা।
দীর্ঘকাল খরার পর যেন অমিয় নরম তুষার
জ্যোতস্নার আলিঙ্গন মুখর শৈল্পিক রাত!…
পূনরায় উচ্চকিত ধ্বনি, স্খলিত-স্বর….
অশেষ সঙ্গমের ধারাপাত!
…… তারপর
মধ্য নিশিথের গল্প আঁকা মৌন প্রচ্ছদ বুকে জড়িয়ে
একটি রক্তিম লালিমা মাখা সকালের অপেক্ষা!…
২০/২/২২
লেখা সুন্দর।
মুগ্ধতা রেখে গেলাম
…… তারপর
মধ্য নিশিথের গল্প আঁকা মৌন প্রচ্ছদ বুকে জড়িয়ে
একটি রক্তিম লালিমা মাখা সকালের অপেক্ষা!…
চমৎকার বিষয়বস্তুর শৈল্পিক প্রকাশ!