মৌন প্রচ্ছদ

FB_IMG_1645367092232
.. এভাবেই
অনন্তকাল পর উচ্চারিত হলো বধির গুঞ্জন, আর
প্রাগৈতিহাসিক কবিতা
ক্রমে ক্রমে জন্মনেয় যে সব বোধের অভিধান,
ধূসর পাণ্ডুলিপি… ছোঁয়ার আবেদন!..

বিস্তীর্ণ শস্যক্ষেত
কুয়াশার ঘোমটায় জড়োসড়ো অন্তিম গোধূলি
যেনো সদ্য রজঃস্বলার মতো গুটিসুটি লাজুকলতা।

দীর্ঘকাল খরার পর যেন অমিয় নরম তুষার
জ্যোতস্নার আলিঙ্গন মুখর শৈল্পিক রাত!…
পূনরায় উচ্চকিত ধ্বনি, স্খলিত-স্বর….
অশেষ সঙ্গমের ধারাপাত!

…… তারপর
মধ্য নিশিথের গল্প আঁকা মৌন প্রচ্ছদ বুকে জড়িয়ে
একটি রক্তিম লালিমা মাখা সকালের অপেক্ষা!…

২০/২/২২

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “মৌন প্রচ্ছদ

  1. …… তারপর
    মধ্য নিশিথের গল্প আঁকা মৌন প্রচ্ছদ বুকে জড়িয়ে
    একটি রক্তিম লালিমা মাখা সকালের অপেক্ষা!… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।