আয় ছেলেরা আয় মেয়েরা
স্কুল কলেজে যাই,
স্কুল কলেজে গিয়ে মোরা
অ্যান্ড্রয়েড মোবাইল চালাই।
ক্লাসে না হোক লেখা পড়া
না হোক পরীক্ষা,
ফেসবুক টিকটকে দিবে মোদের
যুগোপযোগী শিক্ষা।
ফেসবুকে পাবো প্রাণের বন্ধু
টিকটকে গাইবো গান,
গুগলকে মোরা প্রশ্ন করবো
তথ্য কোথায় পান?
ইউটিউবে গুজবের ভিডিও দেখে
গ্রাম-গঞ্জ সংঘর্ষ বাঁধাবো,
ফেসবুকে গুজবের স্ট্যাটাস দেখে
অসহায় মানুষদের কাঁদাবো।
গুজব ছড়িয়ে পুড়িয়ে দিবো
প্রতিপক্ষের ঘর-বাড়ি,
ভাংচুর লুটপাট লাঠিপেটা করে
সহায়সম্বল নিবো কাড়ি।
আমাদেরই আশেপাশে খুবই পরিচিত এই যাপিত জীবনের চালচিত্র।
সুন্দর মন্তব্যের জন্য শ্রদ্ধা ভরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
অসাধারণ প্রকাশ
শুভকামনা অবিরত।
শুভকামনা থাকলো দাদা। সাথে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও রইল।
বাস্তবতার নিদারুণ প্রকাশ কবি দা ভাল থাকবেন
শুভকামনা-সহ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল, দাদা
কী বলবো!
আসলেই আমাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ!
এই জেনারেশন ভবিষ্যতে আমাদের কী দিবে?
শুভকামনা থাকলো দাদা। সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।