সে আমাকে দিদি ডাকে;
কেন ডাকে!
বয়সে হয়তো কয়েক মাসের
বড় হতে পারি
দিদির বদলে অন্য ডাক;
কিংবা কিছু না ডাকলেও চলত।
সে সামনে এলে
বুক ধরফর করে
আড়াল হলে উৎসুক চোখ
এ দিক সে দিক খুঁজে।
তার জন্য বিপর্যস্ত
অন্য কিছু ভাবতে পারি না।
সে আমার পাশের বাসার ভাই
যখনতখন
ভীষণ আদর করতে ইচ্ছে করে।
সে আমার পাশের বাসার ভাই
যখনতখন
ভীষণ আদর করতে ইচ্ছে করে।
খুব সুন্দর লিখেছেন, শ্রদ্ধেয় কবি।