আর কত রক্ত লাগবে

395

আজো কেন কানে আসে নির্যাতিত শ্রমিকের বার্তা?
আজো কেন কাঁধে নিয়ে চলে শ্রমিকদের শব যাত্রা?

আজো কেন আকাশে বাতাসে উদ্বেলিত অসহায়ের কান্না?
আজো কেন দালানে রাজপথে দেখি শ্রমিকদের রক্ত বন্যা?

কেন এখনো দেশে দেশে লাঞ্চিত মোর শ্রমিক ভাই?
কেন এখনো হয়নি মানবতার তরে মানব সমাজে ঠাঁই?

হে শহীদ স্পীজ এখনো কি হয়নি তোমার রক্তের শোধ?
কত রক্ত আর ঘামে সভ্যতাকে করতে হবে পরিশোধ?

আর কত প্রাণ গেলে এই ধরণীতে হবে শ্রমিকের দাম?
আর কতকাল রক্তের বিনিময়ে গড়বো এই ধরাধাম?

কতটুকু রক্ত হলে এই সভ্যতাতে জাগবে মানবতা?
কতটি প্রাণ গেলে পাবো নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা?

.
সাখাওয়াতুল আলম চৌধুরী
পতেঙ্গা, চট্টগ্রাম।

সাখাওয়াতুল আলম সম্পর্কে

আমি সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলাম।প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলামও লিখেছি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত সাপ্তাহিক "দেশের খবরে " নিয়মিত কলাম প্রকাশিত হতো। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে। জীবনের এই পর্যায়ে এসে খুব সাধারণ ভাবেই বাঁচার চেষ্টা করছি। আল্লাহ্ যেন তাঁর রাস্তায় সালেহীনদের পথে আমাকে পরিচালিত করেন। আমিন।

2 thoughts on “আর কত রক্ত লাগবে

  1. আর কত প্রাণ গেলে এই ধরণীতে হবে শ্রমিকের দাম?
    … আর কতকাল রক্তের বিনিময়ে গড়বো এই ধরাধাম? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অসাধারণ উপমা।
    খুব সুন্দর

মন্তব্য প্রধান বন্ধ আছে।