অনেকদিন খাইদাই পোস্ট আর লক্ষ্য করিনা। ইয়ে মানে বলতে চাইছি রেসিপি টাইপের কোন কাহিনি পোস্ট। যা দেখে জিভে জল চলে আসে। সামনে চৈত্র মাস। কাঠফাটা রোদ্দুর তার দাপট বসাবে প্রকৃতিতে। আসবে বৈশাখ। নতুন বাংলা বছরের হিসাব নিকাশ। হৈ হুল্লোড় বেঁধে যাবে পথে- প্রান্তরে। বছরের একটি দিনের জন্য হলেও পরিবার নিয়ে অনেকেই ছুটবেন রসনা বিলাসের সন্ধানে। পান্তা, ইলিশ, আলু ভর্তা, কাঁচামরিচ ইত্যাদি ইত্যাদি। আহা কি আনন্দ !!
আচ্ছা বিষয়টাতো ঘরেও সম্ভব !! আসুন দেখি শহুরে পান্তা বিলাস ঘরে ক্যামোন সাজে …
জিভে জল পাকস্থলীতে বিশেষ সমস্যাদির জন্য পোস্টদাতা দায়ী নহেন।