বিশ্বত্রাস করোনা! পৃথিবী জেলখানা.. যাত্রাদলের অবক্ষয় (প্রথম পর্ব)

বিশ্বত্রাস করোনা! পৃথিবী জেলখানা।
যাত্রাদলের অবক্ষয় (প্রথম পর্ব)

তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

করোনার আবহে থমকে গিয়েছে চিতপুরের যাত্রাপালা। কবে হবে ফের তাদের পালা তা তারা নিজেও জানে না। কেবলমাত্র অনাহারই নয়,যে অনিশ্চয়তার মেঘ ওদের জীবনে এসে পড়েছে তাতে করে সেই মেঘ যে কবে কাটবে তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বের মধ্যে দিন গুজরান করছেন ওরা। মানে যারা চিতপুরের যাত্রাপালার সঙ্গে যুক্ত, কেউ একা নয়,যতগুলো অপেরা আছে সকলেরই একই অবস্থা।

ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই চারটি মাস যাত্রা দলগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চার মাসে যাত্রা দলগুলি ১০০ থেকে ১৫০ পালা করে থাকে বিভিন্ন গ্রাম-গঞ্জে। বুকিং শুরু হয়ে যায় আরো অনেক আগে থেকে। কিন্তু এবছর করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সব পালা। গ্রামে-গঞ্জে বিভিন্ন সংস্থা, ক্লাব কর্তৃপক্ষকে ফেরত দিয়ে দিতে হচ্ছে টাকা।বড় যাত্রা দলগুলি তবু কিছুটা পালা করতে পারলেও, ছোট দলগুলি ২০-২৫ বেশি পালা করতে পারেনি চলতি বছরে। বছর শুরুতেই ২০ – ৩০ লাখ টাকা ঢেলে বসে আছে প্রযোজকরা।

রোজগার না থাকায় প্রযোজকরাও আর টাকা দিতে চাইছে না কর্মীদের। সবচেয়ে খারাপ অবস্থা যাত্রাপালার সঙ্গে যুক্ত রোজ মজুরি ভিত্তিতে কাজ করা কর্মীরা। অনামী শিল্পী, মিউজিক-লাইট বয়, যাত্রা দলগুলির ম্যানেজার এদের অবস্থা শোচনীয়। যাত্রা দলগুলির সঙ্গে যুক্ত সাধারণ মানুষ কর্মচারী বেশিরভাগই গ্রাম থেকে আসেন কাজ করতে। গ্রামে ফিরে গেলেও অনেকেই অর্থকষ্টে ভুগছেন। চিৎপুর যাত্রা দলগুলির অফিসে অনবরত ফোন বেজেই চলেছে বিভিন্ন কর্মীদের টাকা চাওয়ার দাবিতে। পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি পরিচালন কমিটির সদস্য কনক ভট্টাচার্য এদিন জানান, ‘অবস্থা খুব খারাপ অন্ধকারে চলে গেল যাত্রা দলগুলি। চৈত্র-বৈশাখ মাসে প্রচুর শো হয়। এবার কিছুই হতে পারল না। আমরা প্রযোজকরা এক টাকাও ঘরে তুলতে পারেনি। আমার নিজেরই ৩০ লাখ টাকা লোকসান হয়ে গেল। কি করে অভিনেতা কলাকুশলী কর্মীদের টাকা দেবো।’

যাত্রাদল গুলি প্রতি বছর রথের সময় নতুন দল গড়ে। রথের দিন আত্মপ্রকাশ করে নতুন যাত্রা পালা নতুন দল। জুলাই মাসে রথ।চলতি বছরে রোজগার না হওয়ায় আগামী বছর কি হবে, কিভাবে নতুন যাত্রা পালা, নতুন দল করা হবে সে বিষয়ে পুরোপুরি অন্ধকারে চিৎপুর যাত্রা পাড়া। রথের দিন নতুন যাত্রাপালা নতুন দল নিয়ে আত্মপ্রকাশ না করতে পারলে, চিৎপুর যাত্রা পাড়ায় এটাই হবে প্রথম অঘটন। করোনার ধাক্কা সামলে উঠতে সেপ্টেম্বর-অক্টোবর মাস গড়িয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। লকডাউন উঠে গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি-নিষেধ জারি থাকবে। সে ক্ষেত্রে যাত্রা পালা বুকিং পেতেও অসুবিধার সম্মুখীন হতে হবে দলগুলিকে। তার উপর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্থিক মন্দার সম্মুখীন হতে হবে সবাইকেই। তাই সেক্ষেত্রেও পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্লাব বিভিন্ন সংস্থা যাত্রা পালা বুকিং করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে চিৎপুর যাত্রা পাড়া। তবু এবছর দুর্গাপুজো দেরিতে হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে দলগুলি।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

8 thoughts on “বিশ্বত্রাস করোনা! পৃথিবী জেলখানা.. যাত্রাদলের অবক্ষয় (প্রথম পর্ব)

    1. মন্তব্যে  মুগ্ধ হলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।
      জয়গুরু!

  1. যাত্রাপালার একাল আর সেকাল ইতিহাস পর্যালোচনা করলে মনটা খারাপ হয়ে যায়। :(

    1. মন্তব্যে  মুগ্ধ হলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।
      জয়গুরু!

  2. সৃষ্টিশীলসহ সব ধরনের ব্যবসাই লোকসানে পড়েছে।  কবে যে সব স্বাভাবিক হবে !      

     

     

    1. মন্তব্যে  মুগ্ধ হলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।
      জয়গুরু!

  3. এই বিশ্বত্রাস করোনা শুধু যাত্রাদলের ক্ষতিই করেনি, ক্ষতি এবং ধ্বংস করে দিয়েছে মানুষের প্রেমপ্রীতি, ভালোবাসা, আদর, সোহাগ-সহ ব্যবসা-বাণিজ্য, সকল ধর্মের ধর্মীয় সৃংস্কৃতি। করোনা নিয়ে আপনার আলোচনাটি হয়েছে সময়োপযোগী। তবে কবে যে এ থেকে বিশ্ববাসী মুক্তিলাভ করে, তা কারোই জানা নেই।
    শুভকামনা থাকলো।

    1. মন্তব্যে  মুগ্ধ হলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।