একটি বৃষ্টিস্নাত রাত্রিরে
মুখোমুখি আমরা।
বৃষ্টির শব্দে
মিলিত ভায়োলিন,
শীতল কার্পেটে মোড়া
বারান্দার ফুল।
ইটের দেয়াল-
মখমলের বিছানায়
হেলান দিয়ে দাঁড়ানো
চতুর কামনা।
মৃদুপায়ে
হেটে আসা
শিরশিরে বাতাসে
ধোঁয়াটে কফির বিকল্পে পাওয়া একটি নিখাদ চুম্বন।
ইটের দেয়াল-
মখমলের বিছানায়
হেলান দিয়ে দাঁড়ানো
চতুর কামনা।
** অসাধারণ…
ধন্যবাদ প্রিয় মুহাম্মদ দিলওয়ার হুসাইন ভাই।
মৃদুপায়ে
হেটে আসা
শিরশিরে বাতাসে
ধোঁয়াটে কফির বিকল্পে পাওয়া একটি নিখাদ চুম্বন।
*দুর্দান্ত লিখেছেন কবি !
পাঠে কৃতজ্ঞতা জানুন।
বৃষ্টি ও উষ্ণতায় একজন নিশাদ।
লিখাটি পড়ে পুরোনো সেই নিশাদকে যেন খুঁজে পেলাম। শুভ সকাল।
দোয়া করবেন গুরুজী।