ভোকাট্টা

ঘুড্ডিটা ভাকাট্টা হয়ি গেসে। আউলা বাতাসে পাক খাতি খাতি ভাসি ভাসি যাসসে। কুথায় গিয়ে গোত্তা মারি পরিবে কে জানে! সে নিজেও জানেনে। তার কাজ হচ্ছি ভাসি যাওয়া, এক সুতা ছিড়ে অন্য সুতার গিট্টুতে আটকে যাওয়া। গাছের ডালে পাতায় লটকি থাকা’- মাজেদ বয়াতি কথাগুলো বলে চায়ের কাপে চুমুক দেয়। রফিকের চায়ের দোকানে উদাস দুপুরে এক ভোকাট্টা ঘুরির সাথে সকল কাস্টমার নিজেদের মিল খুজে পায়। সবাই যেন বারবার ভোকাট্টা হওয়া ঘুরি। শুধু ভেসে যাওয়া, নতুন গিট্টুতে আটকে থাকা, আবার ভেসে যাওয়া, সংসারের মায়ার লতায় পাতায় লটকে আছে। মাজেদ বয়াতি চিনাবার আগে নিজেদের নিজেরাই চিনতো না।

রফিকের চায়ের দোকানের টুলে বসেই দোতারা বাজিয়ে বয়াতি গেয়ে ওঠেন-
উত্তরে বয় দখিন দিকের হাওয়া
এবার হবে যাওয়া আমার যাওয়া,
এক জীবনে সব হবেনা পাওয়া
পরাণ পাখি জানে শুধু ভেসে যাওয়া…’
মাজেদ বয়াতীর দরাজ সুরে প্রকাশ্য দুপুরে নিস্তেজ হাট খুন হয়ে যায়। তাকে ঘিরে ভীড় জমে ওঠে, কারো কোথাও যাওয়া হয়না। শুধু ভোকাট্টা ঘুরিটা মাজেদ বয়াতীর গান আর ভীড়কে তুচ্ছ করে ভেসে যেতে থাকে..দূরে..বহুদূরে…।

16 thoughts on “ভোকাট্টা

    1. ধন্যবাদ মুরুব্বী আজাদ ভাই। :)

    1. খুশি হলাম কবি রিয়া রিয়া। :)

    1. ধন্যবাদ কবি সাজিয়া আফরিন। :)

  1. মুগ্ধ হলাম হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই। :)

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। :)

  2. বেশ স্মৃতিময় প্রকাশ কবি দা

  3. আমরা সবাই বোধহয় এক একটা ভোকাট্টা ঘুড়ি
    কেও কেও এক এক ডালে লটকে ঘুরি 

    আর কেও বা গন্তব্যহীন উড়ি; 

     

    প্রিয় লেখককে প্রতিটা লেখাই অসাধারণ 

    অনেক ভালো থাকবেন ভাই। 

     

     

     

    1. অনেক ভালো আপনিও থাকবেন জীবন ভাইজান।

মন্তব্য প্রধান বন্ধ আছে।