গত তিনদিন একটু একটু করে অনেকটা
ভালোলাগা জমা দিয়ে গেলে চোখের পাতায়
মনের খাতায়, স্বপ্নের মতো ছিল দিনগুলো।
ঘষা রঙে যেমন বৃষ্টির জল ছাপ জমা হয়ে যায়
কাঁচের খাতায়, গাছের পাতায়, মেঘের আরশিতে।
ঠিক তেমনই স্বপ্ন এঁকেদিলে আমার চোখের পাতায়।
হয়তো সব কাঁটাছড়ানো পথগুলো আজ
ভেসে গেছে দূর থেকে বহুদূরে
অচেনায় অজানায়, বোঝা না বোঝার আগেই,
আজ শুধু শুরু হল আবার অপেক্ষার পালা
আবার কবে আধেক ভোরে, মন রাঙিয়ে
ঘুম ভাঙিয়ে, শিশির কুড়িয়ে ফিরবে তুমি
দৃষ্টি শুধুই থমকে থাকে সেই ধুলোর বাঁকে,
হাওয়ার পথে, মেঘের সাথে, তারার আলোয়
তোমায় দেখতে চেয়ে চোখ বৃষ্টি ঝরায়।
জানি সব পথ মুছে দিয়ে পলিমাটি
ধুয়ে নিয়ে গেছে নদী আজ ভোরেই।
ভালো লাগা ফেলে গেছে পাথর-কণায়,
মনের কোনায় এই কুয়াশা হিমে।
আমি আমার সবটুকু তোমায় দিয়েছি,নিঃস্ব করে
আবছা হতে হতে ধুপের গন্ধের মতোই
একদিন মিলিয়ে যাবো সেই স্বপ্ন ছায়ে,
তোমায় রেখে মনের মন্দিরে…
8 thoughts on “স্বপ্নসবুজ মায়াটান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অসম্ভব মায়া ভরা স্নিগ্ধ কাব্য কথন। যেন নিজেতেই নিজস্ব সংলাপ।
বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা বন্ধু
একটু একটু করে অনেকটা

ভালোলাগা জমা দিয়ে গেলে চোখের পাতায়
মনের খাতায়, স্বপ্নের মতো ছিল দিনগুলো। – এমনই থাকুক সবসময়।
শুভেচ্ছা বসন্তের
খুব খুব ভালো লাগলো।
অনেক শুভ কামনা রইলো
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
স্নিগ্ধ কবিতার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই রিয়া আপু। ভাল থাকবেন সতত।
অনেক ধন্যবাদ আপনাকে