আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

najim21stfeb

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
=====================

গীতিকার – আবদুল গাফফার চৌধুরী।
সুরকার – আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ।
মুক্তি – ১৯৫৪।

youtu.be/GmF3T6y6EBI

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

18 thoughts on “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

  1. কালজয়ী গানটা অবিনশ্বর হয়ে জাগ্রত থাকবে বাংলা ভাষির মননে।

    1. অবিনশ্বর হয়ে জাগ্রত থাকবে বাংলা ভাষাভাষীর মননে। সঠিক বলেছেন।

  2. ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ।
    সালাম জানবেন মুরুব্বী ।

    1. সকল ভাষা শহীদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।
      সালাম এর প্রত্যুত্তর বিনম্র সালাম এ আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বাংলা ভাষা আমার অহংকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. একুশের শুভেচ্ছা জানাই স্যার। মেলা উপলক্ষ্যে ঢাকা আসার কোন সম্ভাবনা আছে?

    1. মহান একুশের শুভেচ্ছা আপনাকেও স্যার। আপাতত ঢাকা আসার কোন পরিকল্পনা নেই। ভালো থাকবেন। ধন্যবাদ মি. আনু আনোয়ার।

  4. দেরিতে হলেও পুরো লেখা আবার পড়লাম। ভালো লাগল। রক্ত-ত্যাগ-দীপ্ত একুশের শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।