যতই উচ্চতায় চড়ো, ছাড়িয়ে নিয়ে যাও শিখরে
তবু তুমি ভিখারি, নগণ্য তোমার অর্জন
বিদ্যাগজ, থরে থরে সাজানো তোমার ডিগ্রি
তোমার দর্শন পেতে উন্মুখ পঙ্গপাল
দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা
তবু তুমি অতি সামান্য, মিথ্যা
তোমার বিদ্যা, অহেতুক পণ্ডশ্রম তোমার কর্ম
তুমি নাকি বিরাট আমলা, গামলা গামলা
উপঢৌকন তোমার দরজায় গড়াগড়ি খায়
রাতের বিছানায় প্রিয়াকে তুষ্ট করতে করতে
নিজেকে সাফল্যের শিখরে দেখো
আসলে তুমি একটা অসফল গণ্ড
তাদের করুণায় বেঁচে আছো
তুমি রাজনীতির মাঠ তরতরিয়ে পেরিয়ে
গেছ, ক্ষমতার মসনদ তোমার করায়ত্ত
উপ থেকে প্রতি তারপর পূর্ণমন্ত্রী হতে হতে
পৌঁছে গেছ আজন্ম লালিত স্বপ্নের দ্বারে
মুর্খ তুমি, জানোই না তোমার স্বপ্নের
ওপাড়েই রয়েছে তারা, ফুঁৎকারে
উড়িয়ে দিতে এক পলকও লাগবে না তাদের
ওহে শাখামৃগ যতই লাফিয়ে বেড়াও
উড়ে উড়ে যতই আত্মতৃপ্তির ঢেকুর তোল
তাদের তুলনায় তুমি অতি তুচ্ছ
নিতান্তই মূল্যহীন, লেফট রাইট বুটের কাছে
তুমি উচ্ছিষ্টেরও মূল্য রাখো না…
‘উপ থেকে প্রতি তারপর পূর্ণমন্ত্রী হতে হতে
পৌঁছে গেছ আজন্ম লালিত স্বপ্নের দ্বারে
মুর্খ তুমি, জানোই না তোমার স্বপ্নের
ওপাড়েই রয়েছে তারা, ফুঁৎকারে
উড়িয়ে দিতে এক পলকও লাগবে না তাদের।’
ওহে শাখামৃগ যতই লাফিয়ে বেড়াও
উড়ে উড়ে যতই আত্মতৃপ্তির ঢেকুর তোল
তাদের তুলনায় তুমি অতি তুচ্ছ
নিতান্তই মূল্যহীন, লেফট রাইট বুটের কাছে
তুমি উচ্ছিষ্টেরও মূল্য রাখো না…
ভালো লাগল অনেক