কথাদের সাথে বিদ্রোহ আজ,
সমাজ দর্শনে কথা গুলো চেঙ্গিস, মাহমুদ-
রক্তাক্ত জিহ্বায় হরতাল ডেকেছে কতক শব্দ,
মানব মুক্তির ফর্দে বিবেকের আহাজারি।
মানুষের নির্মিত কাঠগড়ায় আসামি বিবেক,
সমাজের শত্রু পক্ষ বিপরীত দলের ছায়াতলে-
একাকিত্বে প্রাণপণ লড়ছে বিবেক,
স্তব্ধ বিচারালয়ে আত্মপক্ষ সমার্থনে বিবেক,
পুরানো দিনের কথা আজ অকপটে স্বীকার-
কত অন্যায়ে কত অবিচারে,
নতজানু-রাতের আঁধারে চুপিসারে পাপাচার,
কত হত্যায় নিরুপায় দর্শক-
কতক বস্ত্রহরণে দূরে ঠাঁই দাঁড়িয়ে-চুপ মনুষ্য।
একে একে সবের স্বীকারোক্তি,
ঘুমন্ত বিবেককে পুঁজি করে মানবাকৃত দেহটা বয়ে বেড়ানো,
কত বসন্তের দিনগুজরানো কতই পাপাচার,
স্তব্ধ বিচারালয়,
অকপটে স্বীকার বিবেকের অসহায়ত্ব-অমানুষতা!
মানুষের তৈরি কাঠগড়ার দৈববলে ভাষার প্রকাশ,
চারদিক থেকে অপদস্থের কড়াসুর-দোষী সাব্যস্ত বিবেক,
বিবেকের করুণ চাহনি,
মানবাকৃত অন্য দেহগুলোর বিকৃত অট্টহাসি,
স্তব্ধ বিচারালয়ে বিবেক মর্যাদালুপ্ত মাংসপিণ্ড,
আত্মপক্ষে সমার্থনে,
বোধোদয় জাগ্রত হওয়ার অপেক্ষায় বিচারপ্রার্থী,
নতুন দিনের প্রত্যাশায় বিবেক-
যেন স্বপ্ন বুনতে পারে মানুষের, সত্যের।
খুব ভালো হয়েছে। শুভ কামনা সবসময়।
ধন্যবাদ ভাই।
"বোধোদয় জাগ্রত হওয়ার অপেক্ষায় বিচারপ্রার্থী,
নতুন দিনের প্রত্যাশায় বিবেক-
যেন স্বপ্ন বুনতে পারে মানুষের, সত্যের।" ___ পরিচ্ছন্ন কবিতা।
ধন্যবাদ।