পাখিদের সদস্যপদ

আমাদের ঋতুসম্ভার দেখে পাখিও সদস্য হতে চেয়েছিল,
গান ভুলে দোয়েল- খাঁচায় চেয়েছিল আশ্রয়,
আর আমরা নদীগুলোকে ভরাট করতে করতে – খুব
বড় বড় চোখে তাকিয়েছিলাম আকাশের দিকে
ইচ্ছের রিপুতে ভেসে – চেয়েছিলাম, প্রেম ও প্রকৃতি ভুলে
যদি আকাশটাকেও দখল করে জোতদার হতে পারতাম !

চেয়েছিলাম, বাঁশীবাদক হয়ে দখল নিতে সকল সবুজের
যারা স্নান সেরে নদীর জলে শুকোয় চুল, সেসব বেদেনি
নারীর চোখের মণি হয়ে থাকতে চেয়েছিলাম নৌকোয়।
বৈঠা হারিয়ে ফেলেছি জেনে- শরৎ আমাদের ছেড়ে গেছে,
এখন যাবে হেমন্ত’ও। শীত আসার আগেই যে মাটি
কেঁপে উঠবে, জানি তার সাথেই আমাদের সর্বশেষ সখ্য।

2 thoughts on “পাখিদের সদস্যপদ

  1. শীত আসার আগেই যে মাটি
    কেঁপে উঠবে, জানি তার সাথেই আমাদের সর্বশেষ সখ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।