রেখে যাবো না

রেখে যাবো না

কিছুই রেখে যাবো না। শ্লোক, শিলা, শিশ্ন- কিছুই
রেখে যাবো না পৃথিবীর জন্য। এমন কি শিকড়-ও
উপড়ে ফেলে এই চাঁদকে বলবো- তুমি গ্রহণ করো
অাঁধারের পরিচ্ছদ- আমি কোনো আলো চাই না আজ,
বরং গণিকালয়ের মধ্যসত্ত্বভোগীর মতো, তারাগুলোকে
পাশে রাখো হে চন্দ্র, তারপর নিজকে বিসর্জনে ভাসাও।

রেখে যাবো না কিছুই। বিচ্ছেদ, বিনয়, বিনির্মাণ-
এসবের কোনো পাহারাদার নেই, যে মৃত্তিকায়
তার জন্য রেখে যাওয়া কখনও সমীচীন নয়-
বরং সাথে নিয়ে যাবো সব পাপ, প্রস্রাব, পতন

এখানে কিছু রেখে যাওয়া মানেই আত্মহত্যা করা,
এখানে কিছু রেখে যাওয়া মানেই প্রতারকদের সাথে
হাত মিলিয়ে বলা- ‘আমিও তোমাদের তল্পিবাহক’।

7 thoughts on “রেখে যাবো না

  1. কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

  2. সুন্দর লেখা,,,শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি   

  3. ভালো লাগা এক কবিতা পড়লাম । অনেক ভালো লাগলো! কবিকে শুভেচ্ছা ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।