পদ্ম নয় পলাশ ফুটে

পদ্ম নয় পলাশ ফুটে

কি বেদনায় রক্তে ফোটে খই
নয়ন পুড়ানো শান্ত দীঘি কই!
মনদীঘির জলে পদ্ম নয়- পলাশ ফুটে
রাস্তার বুকে কৃষ্ণচূড়া রাঙা টুটে;
কি প্রণয়ের প্রেমযমুনার ঢেউ-
নিত্য বহে নিত্য ক্ষয়ে বুঝে না কেউ!

দল ছিড়ানো শকুন ঠোঁটে
তিত্তো কথার বাঁশি ফুকে-
যায় রে মন পাঁজর ভেঙ্গেচূড়ে;

যেদিন পাখি উড়াল দিবে
নীল সাদা মেঘের সনে
সেদিন বড়জর অাফসোস হলে-
শুধু পানি ফেলার মতো
সবকিছু যেও ভুলে!
দীঘি পারে অক্লান্ত জলে জলে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “পদ্ম নয় পলাশ ফুটে

  1. আপনার লিখায় গ্রামীন জনপদের অসাধারণ অনুভব থাকে।
    অভিনন্দন বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দল ছিড়ানো শকুন ঠোঁটে
    তিত্তো কথার বাঁশি ফুকে-
    যায় রে মন পাঁজর ভেঙ্গেচূড়ে;

    * ভালো থাকুন কবি…

  3. কি বেদনায় রক্তে ফোটে খই
    নয়ন জুড়ানো শান্ত দীঘি কই!
    *শুভকামনা জানবেন হে প্রকৃতি ও প্রেমের কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।