মৃত্যু

আর সবার মত আমার শরীরের মৃত্যু হবে.
দাদা, পরদাদাদের মত আমারও আর ফজরের আযান শোনা হবে না।

আমার মৃত্যুর সংবাদ একদিন তোমাদের কানে পৌঁছে যাবে।
তোমরা বলবে, “লোকটা ভালো ছিলো, তবে…”।

‘ও’ গরম পানিতে আমার হাসিমুখ শেষবারের মত ধুয়ে দিবে,
কিছু প্রিয়মুখ সেদিন কাঁদতে গিয়ে হাসবে।

মাগরিবের একটু আগে মসজিদ ঘাটলা’র পাশে বেলীর বাগানে,
দাদা-দাদি, মা-বাবা’র সাথে যোগ দিলে বন্দুকওয়ালারা চলে যাবে।

সেদিন তিন টুকরো কাপড়ের সাথে তোমরা আর কিইবা দিবে?
যদি দিতেই চাও, তবে একটি মূল্যহীন কবর দিও!

8 thoughts on “মৃত্যু

  1. আর সবার মত আমার শরীরের মৃত্যু হবে
    আর সবার মত আমার শরীরের মৃত্যু হবে
    আর সবার মত আমার শরীরের মৃত্যু হবে।

    যিনি দিনে অন্তত তিনবার এই কথাটি স্মরণ করবেন, নিশ্চয়ই তিনি অন্যায় করবেন না।

  2. সেদিন তিন টুকরো কাপড়ের সাথে তোমরা আর কিইবা দিবে?
    যদি দিতেই চাও, তবে একটি মূল্যহীন কবর দিয়ো!

    **https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আমার মৃত্যুর সংবাদ একদিন তোমাদের কানে পৌছে যাবে
    তোমরা বলবে, “লোকটা ভালো ছিলো, তবে…”।
    *তবে তার কথা গুলো সত্যি অনেক ভালো ছিল !

মন্তব্য প্রধান বন্ধ আছে।