তুই যদি স্বপ্নের প্রজাপতি হয়ে
শুষ্ক নদীতে চিরচির করে বয়ে চলা
জলের স্রোত এনে দিতে পারিস
তবে, তোকে হৃদয় কিনে দিবো
তুই যদি তপ্ততায় বৃষ্টি হয়ে
চৌচির হয়ে যাওয়া মৃত্তিকার বুকে
একটু সুড়সুড়ি এনে দিতে পারিস
তবে, তোকে হৃদয় কিনে দিবো
গোলাপ, গাদা, শিউলি, বেলি, তোর চেয়ে দামী নয়
তুই মূল্যহীন অমূল্য, তোকে স্বপ্নের এক পৃথিবী দিবো
নীলাকাশ, গোধূলী সন্ধ্যা, শরতের নদী মোহনায়
তোকে হৃদয় কিনে দিবো, যদি হৃদয় চিনতে পারিস।
ফরিদমার্কেট, মধ্যআজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০, দুপুর : ২:১৫, ২৮০৬২০১৬।
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় শব্দ শিল্পী।
মি. রুদ্র আমিন। সামাজিক মাধ্যমে আপনার ভালো ভালো লিখা অহরহ চোখে পড়ে। একজন পুরোনো এবং অভিজ্ঞ ব্লগার হিসেবে শব্দনীড় আপনাদের মিস করে তাকি জানেন !! নতুন শব্দনীড় এর ইংরেজী ঠিকানা অনেকেই জানেন না।
আপনারা পাশে থাকলে শব্দনীড় সাহস পেতো সামনে এগোবার।
পাশেই আছি ভাইজান, হয়তো নিয়মিত নয়। চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য। দোয়া করবেন যেন নিয়মিত হতে পারি।
স্বাগতম আপনাকে।
সবটাই ভালোবাসা