নানা রঙের আকাশ
আজ তোর মন খারাপ
আজ তুই কাঁদছিস,
আজ কাঁদছে আকাশ;
কত রঙের আকাশই না দেখি!
কত রঙের মন;
মেঘে ঢাকা পড়লেই আকাশ নীল থেকে সাদা কিংবা ধুসর,
আমি ঠিক বুঝে নেই তোর মন খারাপ;
আচ্ছা! কখনো লক্ষ্য করেছিস?
তোর কান্নার সাথে সাথে আকাশও কিন্তু কাঁদে
বৃষ্টি হয়ে;
অমাবস্যার রাত কালো, যখন তুই গভীর ঘুমে
চাঁদনিতে রাত আলো, যখন জড়িয়ে নিস আমায় আদরে;
সূর্যাস্তে মেঘের ভেলায় লালের খেলা দেখেছিস কখনো
আমি দেখি মাঝে মাঝে
যখন রাগে তোর গাল লাল হয়ে ওঠে;
আকাশ নীলে ফিরে সূর্য উঠলে
তুইও ভালোবাসায় মনমেঘ কাটলে;
আচ্ছা! চোখ কি মেঘ?
কান্না কি বৃষ্টি?
ঘুম কি রাত?
আদর কি চাঁদনি?
ভালোবাসা কি নীল?
মন কি তবে আকাশ?
কত জিজ্ঞাসাই যে মনে আসে!
কেও নেই উত্তর দেবার।
" মেঘে ঢাকা পড়লেই আকাশ নীল থেকে সাদা কিংবা ধুসর,
আমি ঠিক বুঝে নেই তোর মন খারাপ।" __ রোম্যান্টিক এবং অসাধারণ লিখা।
অনবদ্য কবিতা উপহার জীবন দা। শুভ সন্ধ্যা।
দারুন কবিতা