দেখিলাম না রুপ

দেখিলাম না রুপ

মাছের রুপ জলের মাঝে-
তাও দেখিলাম;
পশুর রুপ বনজঙ্গলে-
তাও দেখিলাম!
কত না মানব জনম রুপ
তাও দেখিলাম;

তোর রুপ দেখিতে দেখিতে
কেনো মরণ হলো
তবুও দেখিতে পারলাম না
টাকা রে তোর রুপ।

ফকির বাদশার উড়া হস্তে দেখিলাম
তোর রুপের মাধুর্য্য সালাম
ভাবুক চোখের লজ্জায় মরিতে
মরিতে জ্ঞানীগুণী দেখিয়েছেন
বলিয়েছেন তুই নাকি
দ্বিতীয় ঈশ্বর তাই বুঝি দেখিতে
পেলাম না ও টাকা তোর
কামপিয়াসী রুপ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “দেখিলাম না রুপ

  1. কখনও কখনও আমারও মনে হয় … টাকাই সব। বাস্তব কবিতা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।