অতন্দ্র তামার আয়নায়
তুমি ক্রমশ ভুলে যাচ্ছ রন্ধনের বন্ধন প্রণালিগুলো।
ভুলে যাচ্ছ জলে ভেজার চতুর্থ গল্প। আকাশের
পরিবর্তে যে আগুন তোমাকে ছাউনি দিয়েছিল,
তার প্রতি কৃতজ্ঞতার ভাষা।
স্মরণ করার মাঝে কোনো কৃতিত্ব নেই।
বরং যারা ভুলে যেতে পারে, তারাই দাঁড়াতে
পারে নতুন নদীর মোহনায়, আগামী বর্ষার জন্য
খুলে দিতে পারে বৃষ্টি জানালা।
আমি জানি, স্মৃতিশক্তি মানেই একটি প্রকাণ্ড পর্বত।
সেই পর্বতে যে সন্ধ্যা নামে,
প্রতিটি বৃক্ষই তাদের প্রশাখার ছায়া
আঁকে অতন্দ্র তামার আয়নায়, বিমূর্ত প্রণামে।
'স্মৃতিশক্তি মানেই একটি প্রকাণ্ড পর্বত।
সেই পর্বতে যে সন্ধ্যা নামে,
প্রতিটি বৃক্ষই তাদের প্রশাখার ছায়া
আঁকে অতন্দ্র তামার আয়নায়, বিমূর্ত প্রণামে।' ___ অসাধারণ কবি ইলিয়াস ভাই।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
দারুণ।
প্রতিটি বৃক্ষই তাদের প্রশাখার ছায়া
আঁকে অতন্দ্র তামার আয়নায়, বিমূর্ত প্রণামে।
* আপনার লেখনি শক্তির প্রশংসা করতে হয়…