জলের উপর মাটি নেই
মাটিতেই নাকি নোনা জল!
কিন্তু দক্ষিণায় গড়ে তা বুঝার ছিল ভুল,
তবুও তো মাটির পুতুল;
তাই অবুঝ কৃষ্ণচূড়া খুব আকুতি করেছিল;
তারপরও ঝরে গেলো !
কিন্তু পুতুল আর বুঝলো কই ছেড়েই দিল
বৃষ্টির ঝন ঝনানির ভাষা-
এদেকে চিরজন্মের তছরূপ হয়েই গেলো-
ঐ নীল সাদা সাদা মেঘ আর
জীবন্ত সবুজের অরণ্যলতা- ধু ধু বালুচর
এতো ঊষসীর জীবনবৃত্ত;
হাওয়ায় শূন্য ঘেমের ভেলায় ভেসেই রইলো-
অথচ উড়বে যখন বোধগম্য !
ঠিক তখন দেখো! জলের উপর মাটি নেই।
চমৎকার অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন কবিতায়। গ্রেট মি. বাউল কবি।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
বেশ লাগল কবি,,,,,,,,

জ্বি মান্নান দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
সুন্দর
জ্বি শংকর দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
চমৎকার এবং পরিচ্ছন্ন কবিতা। অভিনন্দন কবিবাবু।
জ্বি রিয়া দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
* প্রিয় কবি দা, অনেক সুন্দর একটি কবিতা পড়লাম…
জ্বি হুসাইন দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
বেশ ভালো লিখেছেন প্রিয় কবি!
জ্বি ইলহাম দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——