ভোর শুকানো রাত

ভোর শুকানো রাত

তোর আকাশ কাপে
চেয়ে গুনে দেখিস না-
তোর বাতাস বহে-
নর্দমার গন্ধ পাস, ভাবিস না;
তুই মাটির পুতুল হয়ে-
কত পুতুল বানাস।

চক্ষু অনলে পোড়াস ছাই-
সে ছাই উড়ে এসে
বক্ষে বসে তাই-
তাই রে নাই- রে নাই-

অন্তর ভাসে- দেহ ভাসে-
অকারণে জলতরঙ্গও কাঁদে-
জনসমুদ্রে পারলি না ধরে রাখিতে-
না পারলি আকাশে আর বাতাসে
তবু ভোর শুকানো সকালে রাখিস-
নয় -দুপুর রাতে ভাবিস।

১৬-১০-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ভোর শুকানো রাত

  1. চক্ষু অনলে পোড়াস ছাই-
    সে ছাই উড়ে এসে
    বক্ষে বসে তাই- 

    ___ কবিতা ভালো হয়েছে প্রিয় বাউল কবি। সাধু আর চলতি'র মিশ্রণ পেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. চক্ষু অনলে পোড়াস ছাই-
      সে ছাই উড়ে আসিস
      বক্ষে বসিস তাই- 

      রহম হবে না 

  2. চক্ষু অনলে পোড়াস ছাই-
    সে ছাই উড়ে এসে
    বক্ষে বসে …

    * মুগ্ধ, কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।