রঙের ময়না
দেহের রাজ্যে রঙ থাকতে
রঙের মেলা একদিন-
প্রকাশ শুধু রঙধনু আকাশটি-
মনের ছোঁয়া রঙ পাড়ায়
উড়াই শুধু দু’হাতে আনন্দ ফুর্তি।
দেহের কালা মাটিতে শুয়াই
ধোঁয়া ধোঁয়া ছাই; কুয়াশাই যেনো
শূন্য মেঘের বেদনা- পূর্ণিমাতে
একলা গলার কান্না-
তবুও রঙ খুঁজি !
মাটির কোন কোণে-
রঙের সংঙ সেজে এ বেলাতে-
অথচ পেলে না রঙের ময়না।
০৯ চৈত্র ১৪২৫, ২৩ মার্চ’১৯
——————————
ধোঁয়া ধোঁয়া ছাই ; কুয়াশাই যেনো
শূন্য মেঘের বেদনা – পূর্ণিমাতে
একলা গলার কান্না- তবুও রঙ খুঁজি! সুন্দর প্রকাশ কবি লিটন দাদা।
জ্বি রানু আপু
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–
কবিতার প্রয়াশঃ প্রসংশনীয় প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–
সুন্দর উপস্থাপনা। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে জানাই আবীর শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
জ্বি লক্ষ্মণ ভাণ্ডারী দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——
দারুণ কবি লিটন ভাই। বাহ্।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–
অভিনন্দন কবিবাবু। ভাল লেখা।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–
ভালো লিখেছেন।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–
সুন্দর।
জ্বি সুমন দা
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–
আপনি তো বেশ ভালো লিখেন।
জ্বি আফরিন আপু আপনিও কম না
অশেষ ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——–