স্বাধীনতার মেঘ ছুঁয়েছি

স্বাধীনতার মেঘ ছুঁয়েছি

স্বাধীনতার নতুন মেঘ ছুঁয়েছি
সেখানে কবিতার বিচরণ ভুমি!
অবাক হবার কিছু নেই শুধু
স্বাধীনতা আর স্বাধীনতা।

লালে লাল রক্তিম সূর্য দেখি
সবুজে ভরা ঠোঁটে আর্তনাদ শুনেছি-
তবুও স্বাধীনতাকে পিচ পা হতে দেইনি

একমুঠো কবিতার আমার স্বাধীন-
তাও মাঝে মাঝে পরাধীনতার সুর বাজে;
অতঃপর নতুন মেঘে স্বাধীনতা ছুঁয়েছি।

১২ চৈত্র ১৪২৫, ২৬ মার্চ’১৯
——————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

16 thoughts on “স্বাধীনতার মেঘ ছুঁয়েছি

    1. জ্বি রুকশানা আপু

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

  1. অবাক হবার কিছু নেই শুধু স্বাধীনতা আর স্বাধীনতা। আমাদের স্বাধীনতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    1. জ্বি মুরুব্বী দা 

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

  2. কাব্যশৈলীতে মুগ্ধ হলাম। সুন্দর উপস্থাপনা।
    প্রিয়কবিকে প্রীতি আর শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

    1. জ্বি লক্ষ্মণ দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

    1. জ্বি রিয়া দিদি আপনাকেউ

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

    1. জ্বি সৌমিত্র দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

  3. একমুঠো কবিতার আমার স্বাধীন-

    তাও মাঝে মাঝে পরাধীনতার সুর বাজে;

    অতঃপর নতুন মেঘে স্বাধীনতা ছুঁয়েছি।

    চমৎকার শব্দ বুনন কবি লিটন দাদা।শুভ রাত্রি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

    1. জ্বি রানু আপু আপনাকেউ

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

    1. জ্বি তুবা আপু

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

    1. জ্বি সুমন দা আপনাকেউ

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।