তোমার চোখ

তোমার চোখ

তোমার চোখের ভেজা দৃষ্টি খুব ভালো লাগে
বয়ে যাওয়া উপচানো মোহনার জল
প্রেমে আকুল সাহসী জাহাজের ভেসে যাওয়া
তুমি জানো
তোমার চোখটাই শুধু ভালো লাগে
প্রেমে পড়ে পুড়ে যায় কত প্রজাপতি
খবর আছে তোমার কাছে—
কত রূপসীর যৌবন আনচান করে —-
ওই চোখটায় বারবার মরি—
আমাকে কাছে ডেকে নেয়
রেস্টুরেন্টে মোমবাতি ডিনারের সংগী হয়
মজা করে
হাসিঠাট্টায় পাহাড়ের কোলে ঘুরে বেড়ায়
দার্জিলিং থেকে ভুটান নেপাল ওই চোখেই দেখি
ঘুরে বেড়ানো উন্মত্ত ভেড়া হয়ে উঠি
খুব ইচ্ছে করে
খুব ইচ্ছে করে ভালোবাসতে
আদরে জড়িয়ে ডুবে থাকতে
শরীরের প্রতিটা কনাকে সমর্পিত করতে
আশেপাশে খুব ফাঁকা মনে হয়
যদি পড়ে যাই পাতালে
ওই চোখ আমাতে “শান্ত” না হলে
পাগলি’ হয়ে যাই যদি
প্রেমের ওজোন’ গ্যাস শুসতে থাকব
সন্দেশ’ ভেবে
তবু
তোমার আঁখিতে জ্বলতে চাই
পেঁয়াজের ঝাঁঝ চুষে মাংসরান্নার গন্ধ চাই
শুধু একবার ই তোমার চোখে চোখ রাখতে চাই
মরতে চাই
পুড়ে পুড়ে ছাই হয়ে আবার বেঁচে জাতিস্মর হতে চাই
শুধু একবার ই
তোমার চোখে বিদ্যুত জ্বালাতে চাই

নরম চাউনিতে কামুক ইশারার প্রলেপ গায়ে অনেকক্ষণ মেখে থাকতে চাই—
তোমার ওই দুটো আমার খুব ভালো লাগে—
কতদিন চোখগুলো হৃদয়ে হাত বুলিয়ে গেছে
ক্ষুদ্রান্ত্রে মস্তিষ্কের নিউরনে ছ্যাঁকা দিয়ে গেছে
জোর করে সকালের আদর চুমু’ গুলোকে আমার ভিতরে জাগিয়েছে
পরকীয়া আকর্ষণে অনেক গভীরে সাঁতার কেটেছি
তোমার ওই চোখের’ রহস্যের হদিশ পাই নি
চা বাগানে সরিষার ক্ষেতে ফেসবুক ওয়াটসআপ ইনস্টাগ্রামে “লাভ” চিৎকার করে কেঁপেছি
“চোখের যৌবন” একটু ও নষ্ট হয়নি
হৃৎপিণ্ড’ টাও যেন আঁকড়ে ধরতে প্রস্তুত
পাগলিনী নেশার সিগারেট
সিরসিরে আত্মসমর্পনের পূর্ব লক্ষন—
তবু
তোমার চোখ ভালো লাগে!

______________
কাকদ্বীপ
দক্ষিন চব্বিশ পরগনা।

11 thoughts on “তোমার চোখ

  1. পুড়ে পুড়ে ছাই হয়ে আবার বেঁচে জাতিস্মর হতে চাই
    শুধু একবার ই তোমার চোখে বিদ্যুত জ্বালাতে চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1.    শব্দনীড়ে আসতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ আমি আবার কবে ভালো থাকলাম দাদা 
      ধন্যবাদ ভালোবাসা নেবেন, ভালো থাকার ইচ্ছে করতে করতেই খারাপ থেকে যাই

    1.       খুব খুব ভালো লাগল ,আসলেই শব্দনীড়ের সবার মন্তব্য আমার খুব ভালো লাগে/

  2. বাহ্ বেশ একট রোম্যান্টিক কবিতা উপহার কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1.   পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সৌমিত্রদা

      1.   পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন

    1.   পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন

    1.   পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন 

মন্তব্য প্রধান বন্ধ আছে।