দাসখত
একদিন বিদ্ধ হয়েছিল যে পাখি তার আহত ডানায়
পালকের বিন্যাসে রেখেছিল কিছু পতনের পুরাণ,
কিছু ক্ষরণের দাগ রোদ ঝলসানো বুকে পিঠে;
এখনো প্রবল অমাবস্যায় পাখিরা কেঁদে ওঠে তাই।
অথচ মানুষ এখনো নির্বাক থাকে, দেখে না কিছুই
কালের ইতিহাস তাই চুরি যায় প্রকাশ্য দিবালোকে,
পরিহাস যেন পেরেক ঢুকে প্রাণহীন বোধের কফিনে!
এখানে মানুষ সুন্দরের শবযাত্রায় শোকাগ্রস্ত হয় না
দাসখত বুকে নিয়ত বয়ে বেড়ায় পৌরাণিক আঁধার;
আর কুশীলব সাজে সর্বত্র শোকের মিছিলে!
অথচ এখনো পাখিরা তপ্ত দুপুর পিঠে;
অবিরাম বয়ে বেড়ায় মানুষের লুপ্তপ্রায় সুন্দর!
অথচ মানুষ এখনো নির্বাক থাকে, দেখে না কিছুই
চমৎকার কবি দা
অনেক শুভ কামনা রইল——-
ধন্যবাদ আলমগীর ভাই।
'কালের ইতিহাস তাই চুরি যায় প্রকাশ্য দিবালোকে,
পরিহাস যেন পেরেক ঢুকে প্রাণহীন বোধের কফিনে!'
আমাদের পরিণতিকে কী অদ্ভুত শব্দ আর কথা ভাষায় প্রকাশ করেছেন !! দারুণ।
ধন্যবাদ স্যার।
"এখানে মানুষ সুন্দরের শবযাত্রায় শোকাগ্রস্ত হয় না দাসখত বুকে নিয়ত বয়ে বেড়ায় পৌরাণিক আঁধার;"
চমৎকার শব্দকল্পে যাপিত সময়ের প্রতিচ্ছবি ।
ধন্যবাদ কবি রুকশানা হক।
বেশ কিছু দিন পরে একটা সুন্দর কবিতা পড়লাম
ধন্যবাদ আলমগীর কবির ভাই।
অভিনন্দন প্রিয় কবি সুমন আহমেদ।
ধন্যবাদ রিয়া রিয়া।
অসাধারণ সুমন ভাই।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভেচ্ছা ক্ববি সুমন আহমেদ ভাই।
শুভেচ্ছা আপনাকেও কবি শাকিলা তুবা।