বৃষ্টির দিনে

আজ আকাশের বুক ভেঙেছে
নামতে পারে বৃষ্টি-ঢল।
তোর উঠোন ছাদে দুলিয়ে পা
খুলে রাখিস রুপোর মল।

হাতের কাঁকন কানের ঝুমকো
মাথায় পরিস কদম ফুল।
আজ অথৈ আষাঢ় রিমঝিম
নিঝুম পদ্মদীঘির জল।

মহুয়ার ঘ্রাণে মাতাল প্রকৃতি
মন যে করে শুধু আকুল।
এই নব মেঘদল অনন্ত পুরের
নীরব সাকির চোখের জল।

আষাঢ় মানে শুধু মেঘলা দুপুর
চালতা ঝরা বকুল ও জুঁই।
পদ্মপুকুর,বিষণ্ণ ঝাউবন ডেকে
মন বেঁধে রাখে,কোথা যাই।

বৃষ্টির দিনে বুকের ফ্রেমে শুধুই
আনমনে কারুর ছবি আঁকা৷
তুখোড় বৃষ্টি বাদল ঝরঝর সুরে
উদাসীন পথে চেয়ে থাকা।

১৬/০৬/১৯

13 thoughts on “বৃষ্টির দিনে

  1. বৃষ্টি দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা মি. পথিক সুজন। কবিতাটি পড়লাম। :)

    1. আপনাকেও শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রিয় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

  2. হাতের কাঁকন কানের ঝুমকো
    মাথায় পরিস কদম ফুল।
    আজ অথৈ আষাঢ় রিমঝিম
    নিঝুম পদ্মদীঘির জল।

    খুব সুন্দর কবিতা কবি ভাই। :)

    1. অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় ।      

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি   

    1. অফুরান শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়    

  3. আপনাকেও শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রিয় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif    

  4. হাতের কাঁকন কানের ঝুমকো, মাথায় পরিস কদম ফুল। ভালোবাসা পথিক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনুপ্রাণিত হলাম, ,শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন     

  5. বৃষ্টি নিয়ে আপনার লেখা কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বর্ষার শুভেচ্ছা রইল।

    1. অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয়। শুভেচ্ছা জানবেন    

মন্তব্য প্রধান বন্ধ আছে।