=======================
বিশ্বাস জেনো গা ছাড়া তাস বুকে হাত
দিয়ে বলতে পারবে না কোনদিন যে চাঁদ,
বামনের গায়ে আঁধার ছিল, বুঝতেই পারেনি-
কি আশ্চর্য রাতের গায়ে চাঁদ জ্বলছে বেশ!
এখন জানালার ফাঁকে চাঁদ দেখা হয় অহরহ-
সব জেনো এক বৃষ্টিহীন- ছায়াহীন মৃদল পথ।
অথচ সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর
বৃন্দাবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- গন্ধহীন মেঘ
এপাশ ওপাশ করে ভাসছে- তারপরও চাঁদের
এতটুকু হুস নেই-বজ্রপাত, কলঙ্ক, অমাবস্যা আছে;
বামনের চিৎকারে ঝর্ণাধারা, সমুদ্রে উথাল পাতাল
শুধু বামনের পাড়ায় চাঁদ নেই ঐ তারার পাশে-
অপরূপ লাগছে তুমি তারার পাশে সুখে থাক চাঁদ।
২১ শ্রাবণ ১৪২৬, ০৫ আগস্ট ২০
————————————
স্নিগ্ধোজ্জ্বল লেখনী
নন্দিত অনুভূতি
ও একটু চেষ্টা করলাম অশেষ ধন্যবাদ মহী দা
সুন্দর
অশেষ ধন্যবাদ কবি দা
নন্দিত এই কবিতার আবহে মুগ্ধ হলাম প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
মুগ্ধকর লেখা…………
জ্বি কবি শাওন দা
অশেষ ধন্যবাদ জানাই