আকাশ ধোয়া খেলা

যে জিনিসটা এক সময় খুব প্রিয় ছিল
একটা সন্ধে না হলে বিষণ্ণতা ছড়ে যেতো আকাশ মুখি!
কিছুদিন আগে থেকে সেই প্রিয় জিনিসটা
একে বারে ছেড়ে দিয়েছি! ইচ্ছা ঘুড়ি মনেই হয় না তার কথা;
মানুষগুলো দুমকে টানছে ধোয়া উড়ছে
কিছুই মনে হয় না। আবার মাঝে মাঝে ভীষণ রাগ লেগে

তখন মনে হয় আবার ধরি দুই আঙ্গুলের
মাঝে আবার মনে না ছেড়েছি তো ছেড়েছি,প্রিয় তুমি ওখানে থাক
আর স্পর্শ করবো না। খুব জ্বালা তো করতে
লোকলজার কত ভয়ছিল-এখন আর লজ্জা লাগে না, ভালবাসি
বলে প্রিয় তুমি বিদায়-খুব সুখে থেকো
ভাল থেকো, এ দুয়ারি মেঘ মুক্ত আকাশ ধোয়া খেলা।

২৪ ভাদ্র ১৪২৬, ০৮ সেপ্টেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “আকাশ ধোয়া খেলা

  1. মোর‌্যাল অফ দ্য স্টোরি : "ভাল থেকো, এ দুয়ারি মেঘ মুক্ত আকাশ ধোয়া খেলা।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কৈশরের মেঘ ভাঙ্গা শরৎ 

    এখন শুভ্র সাদা মেঘের ভেলা; তাই তো প্রণামী তোমায়

    যা্ও ফিরে যা্ও! সুবোধ অন্যখানে,

  3. সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু ভালো। কবিতা পাঠে মুগ্ধ হলাম। জয়গুরু!

  4. অনেক চেষ্টা করে কিন্তু ছাড়তে পারছি না, কবি দাদা। তারপরও চেষ্টা অব্যাহত আছে। 

    শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।