______না, তা নয়

______না, তা নয়

কালের রাজ্য সময় বড়ই ক্ষণিকের অহমিকা
ক্ষণ যাপনেই তৃপ্ত সময়, নিয়েছে জড়িয়ে
অক্টোপাশের মতো করে;
ছাড়াবার কাল, কেবলই যবনিকা পাটে!

সময় আর জীবন
কাঁটায় কাঁটায় চলে ক্ষণ জুঁপে জুঁপে
তবে সময় অসীম পারাবার,
সীমানা কই?
কিন্তু জীবন সময় হিসেবে আঁটা
দম ফুরাইলে ঠুস।

তা, হলে জীবনের সাথে আত্মিকতা আছে
সেও কি সময়ের ছকে আঁটা?
ক্ষণ ছকে সময় বৃদ্ধ; না, তা নয়।

বিষয়শ্রেণী: জীবনমুখী/রূপক কবিতা/শরৎ কাল।

5 thoughts on “______না, তা নয়

  1. শরতের অফুরান শুভেচ্ছা প্রিয় মাটি ও মানুষের কবি বন্ধু চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শরত মেঘের  শুভ্রতায়,

      জীবন বাঁচুক স্বপ্ন সুখ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বন্ধু,,,,,,,,,,

  2. কিন্তু জীবন সময় হিসেবে আঁটা

    দম ফুরাইলে ঠুস।

    আদলেও তা-ই!

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।