এক শতাব্দীর বিজয়

unnamed (5)

চোখে আমার এক শতাব্দীর বিজয়
অম্লান করছে কিছু ক্ষণ সময়ের অবগাহন!
তবুও উল্লাসে পতাকা উড়াই-ধন্য বলয়
অবুঝ শিশুর হৈহুল্লোড় খেলার মাঠ-
যেনো আবেগময় একমুঠো হাতের মধ্যে বিজয়!

কত বার নর্দমার কাদাযুক্ত অনুভব ছুঁড়াছুঁড়ি
কারও কথা শুনে না শুধু এগিয়ে চলা-
সমনে সমনি, কিছু বুক ফুলে চাওয়া
সত্যের বিজয় উড়ুক সুঘ্রাণে আপাদমস্তক জুড়ে!
চোখে আমার এক শতাব্দীর বিজয়।

১৮ অগ্রহায়ণ ১৪২৬, ০৩ ডিসেম্বর ২০
—————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “এক শতাব্দীর বিজয়

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্য ও বিজয় মাসের অনেক শুভেচ্ছা রইল
      অশেষ ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন—–

  1. তবুও উল্লাসে পতাকা উড়াই-ধন্য বলয়
    অবুঝ শিশুর হৈহুল্লোড় খেলার মাঠ-
    যেনো আবেগময় একমুঠো হাতের মধ্যে বিজয়!

    অসাধারণ হয়েছে প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন। বিজয়ের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য ও বিজয় মাসের অনেক শুভেচ্ছা রইল
      অশেষ ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।