ভুলের মানুষ অথবা মানুষের ভুল

মানুষ চিনতে ভুল করে মানুষ
প্রকৃতি নিজেকে সাজিয়ে নেয় নিজের মতো।
সময় ক্রমশ ধাবমান,
জোয়ার মানে না বাঁধা বাতাস তার যোগ্য সঙ্গী হয়।
পদার্থ বিজ্ঞানের সূত্র ভাবায়, ভাবতে বাধ্য করে
প্রতিটি বস্তু নিয়ত পরিবর্তনশীল।
নতুনকে বরণ করার দুঃসাহসী মানুষের অভাবে প্রগতির পথ আজ রুদ্ধ।
মানুষ চিনতে ভুল করে মানুষ
প্রেমিকা, চলে যায়
ঘরণী তালাক দেয়
স্বজন হারায় স্বজন
বন্ধু লুটে নেয় বন্ধুত্বের সকল বিশ্বাস।
আশরাফুল মাখলুক এক আজব চিজ,
মদ, জমি, জুয়া ধর্ম এক মায়াবী জালের আজব খেলায় নিত্য মত্ত।
মানুষ চিনতে ভুল করে মানুষ
ঠিক যেমন কোকিল কাকের বাসায় ডিম দেয়
তেমনি করেই মানুষ ভুল করে, ভুলের ফাঁদে পড়ে।
আবেগের প্রেমে ভেসে ভুলকেই শ্রেষ্ঠ বলে মানে
দর্শন অথবা সৌন্দর্যের কদর বুঝে না,
প্রেম ও ফুলের রূপ বুঝে না
ওরা শুধুই জাত, ধর্ম নিয়তিকেই বরণ করে।

এইচ আই হামজা সম্পর্কে

আমি একজন ছাত্র। সমাজ পরিবর্তনের দায়িত্ব থেকে সমাজ বদলের স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। কলাবাগান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে পালন করছি। পাশাপাশি লেখালেখির মধ্য দিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টায় ব্রত আছি।

6 thoughts on “ভুলের মানুষ অথবা মানুষের ভুল

    1. ভালোবাসা নিবেন আমার। সতত আপনার মঙ্গল কামনা করি। 

  1. কথা এবং কাব্যে সাধারণ ভাবনা সমূহের অসামান্য প্রকাশ। শুভেচ্ছা প্রিয় সব্যসাচী। ভালো থাকুন সব সময়ের জন্য।

    সম্ভব হলে আপনার লিখার এই লিংক সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি শব্দনীড়েই আপনার সহ-ব্লগারদের লিখায় মন্তব্য দিয়ে উৎসাহ দিতে পারেন। শুভ ব্লগিং। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শুভ সকাল।অবিরাম ভালোবাসা নিবেন আমার। সময়ের অভাবে অনেকের লিখায় মতামত দিতে পারি না। তবে চেষ্টা করবো। শেয়ার করেছি।ভালো থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।