যুদ্ধ ও প্রেম

বহুকাল অবাক হইনা আমি
যাহা কিছু ঘটে যায় নিয়ত এ ধরনীতে
প্রকৃতির অমোঘ নিয়মে
আদৌ নিয়ম কিছু আছে কি তাহার ?
নাকি কেবলই খেলা শুধু ?
মোরা সবে খেলার পুতুল !

ভেবে ভেবে দিশাহারা
সুখ খুঁজে পাইনা কখনও
অথচ সে অবোধ বালক
নিয়মের ধার কিবা ধারে ?
সারাদিন মেতে থাকে খেলাছলে
সুখী সেতো !
কে শেখায় নিয়ম তাহারে ?

এ জীবন খেলা ছাড়া নয়তো কিছুই
আমরা বুঝিনা তাই
খেলা ভূলে যুদ্ধে নেমেছি
টিকে থাকার কিম্বা না থাকার
খেলার মাঝেও তাই নিয়ম এনেছি !

যুদ্ধ ও প্রেম
কখনও কি কোনরুপ নিয়ম মেনেছে ?
জীবনের দুই’ই কি নীতি ?
যদিওবা আমাদেরই সৃষ্ট নিয়ম
যুদ্ধ কি কোনদিনও জীবনেতে জীবন এনেছে ?

প্রেম সেতো অ-নিয়ম খেলা
সকলই হারালো যবে
বুঝেছি অবেলা !

১৪ মার্চ, ২০১৭

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

7 thoughts on “যুদ্ধ ও প্রেম

  1. পদ্যপঙ্ক্তিমালা’র আজকের আয়োজন যুদ্ধ ও প্রেম পড়লাম।
    আপনার আন্তরিক উপস্থিতি এবং হার্দিক উপস্থাপনায় শব্দনীড় সন্তুষ্ট হতে পারে।

    শুভ সকাল প্রিয় কবি মি. আনিসুর রহমান। :)

  2. মুরুব্বী ভাই, আমি হয়তো কবি নই ! নিয়মিত লিখি ও না । মনের আকাশে যখন কোন বিশেষ অনুভুতি মেঘ জমায়, তখন তাকে মাঝে মাঝে বৃষ্টি করে ঝরিয়ে দিতে চেষ্টা করি মাত্র । ধন্যবাদ “প্রিয়” শব্দ টা ব্যবহার করার জন্য ।

    1. শব্দ পেশাজীবীর চাইতে স্বভাব শব্দ কথিয়ে আমার কাছে বেশী নিরাপদ। হৃদয়ে মেঘ জমলে আপনার বা আমাদের মতো মনের মাঝখানটায় যাদের শব্দ বিন্দু ঝরে … আমি তাঁদের বেশী এবং উপযুক্ত সম্মান দিতে প্রস্তুত। যেখানে খাদ থাকে না। :)

    1. আপনার ভালোবাসা পেয়ে আমারও অনেক ভালো লাগলো দাউদুল ইসলাম ভাই । দেরীতে মন্তব্বের উত্তর দেওয়ার জন্য দুঃখিত । শুভেচ্ছা জানবেন !

মন্তব্য প্রধান বন্ধ আছে।