কেনো নারী রাস্তাঘাটে রূপ দেখিয়ে
দেখায় কতো রং?
কেনো সর্ট জামা পড়ে কমর নেড়ে
দেখায় হাঁটার ঢং?
কেনো পরপুরুষের সাথে আড্ডায় মেতে
কাটিয়ে দেয় বেলা?
কেনো সিনেমাহলে গিয়ে বয়প্রেন্ড নিয়ে
খেলে প্রেমপ্রীতির খেলা?
কেনো নারী খেলবে ক্রিকেট- ফুটবল
ক্যারিয়ার গড়ার জন্য?
কেনো বিশ্বের মাঝে আজেবাজে সেঁজে
নিজেকে ভাবে ধন্য?
কেনো পত্রিকা জুড়ে শতো বিজ্ঞাপনে
ফালতু নারীর উৎপাত?
কেনো নারী মডার্ন হতে থাকে মেতে
মিডিয়ায় ভার্তি তেলেছমাত?
কেনো বাংলাদেশী নারী হতে চায়
ক্যাটরিনা কারিনা-কাফুর?
কেনো ভিনদেশী নারীর নগ্ন সাঁজে
চলতে বেশ চতুর?
কেন নারী নয় ? কেন শুধু পুরুষরাই সব করবে ভাই ?
কলিকাল। দিন যত যাবে মর্ডানিজম বা আধুনিকতার নামে …
আমাদের চোখকে সহ্য ক্ষমতার আওতায় আনতে হবে কবি।