আত্মচিন্তন-১

বিশেষত্ব হীনতাও যদি বিশেষত্ব হয় তবে বিশেষত্ব হীন হওয়ার উপায় কি বৈশিষ্ট্য হীন হওয়া? কিভাবে সম্ভব ?

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

5 thoughts on “আত্মচিন্তন-১

  1. কখনও কখনও আমার কাছে দুটোকেই দুটোর সমার্থক মনে হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আমারও তাই মনে হয় ! আর তখন দ্বিধায় ভুগি !

  2. চিন্তার বিষয়। তবে এইসব বিষয় আপেক্ষিক। একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম।

    1. হ্যাঁ ভাই । অতীব চিন্তার বিষয় !

মন্তব্য প্রধান বন্ধ আছে।