শব্দনীড় রঙ্গমঞ্চ-আমাদের এইসব দিনরাত্রি-৭ (এপার ওপার)

195347ID - Copy

মুখে বলিঃ গেলুম, খেলুম, এলুম, দেখলুম, গেলাম, আসলাম, খাইলাম, দেখলাম
খাইঃ ইলিশ মাছ, পুই ডাটা, চিংড়ী মাছের মালাই কারি, টেংড়া পুটি আর পাবদা মাছের ঝোল, খিচুরি আর ডিমভাজি
পরিধান করিঃ ধুতি, লুঙ্গি, পাঞ্জাবি, শারি-ব্লাউজ
বই পড়িঃ সমরেশ, নিমাই, মানিক, জসিম উদ্দিন, জীবনানন্দ, হুমায়ুন, সুনীল, মিলন, খালিদ উমর।
কালপুরুষ, সাড়েচুয়াত্তর, চৌরঙ্গী, পদ্মা নদীর মাঝি, নক্ষত্রের গোধূলি।
ছড়া পড়িঃ আয় ছেলেরা আয় মেয়েরা মামা বাড়ি যাই, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
গান গাইঃ এসো হে বৈশাখ, আকাশে হেলান দিয়ে পাহার ঘুমায় ওই, কফি হাউজের আড্ডা, একটা গান লিখ আমার জন্য, কারর ঐ লৌহ কপাট
ভাবনাঃ মা-বাবা, ভাই-বোন সংসার সুখের করতে হবে

এ ব্যাপারে আপনার ভাবনা কি?

2 thoughts on “শব্দনীড় রঙ্গমঞ্চ-আমাদের এইসব দিনরাত্রি-৭ (এপার ওপার)

  1. ভাবনাকে ভাবনায় না রেখে …
    মা-বাবা, ভাই-বোন সংসার সুখের করতে হবে ___ এই বাক্যটিকে সফল করতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. এমনিতেই নানান ভাবনায় জনজীবন পর্যুদস্ত। এর মাঝখানে নতুন ধরনের ভাবনা চাপানো কি ঠিক হচ্ছে?

মন্তব্য প্রধান বন্ধ আছে।